গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

National Institute of Cancer Research & Hospital (NICRH)


Mohakhali, Dhaka-1212

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

National Institute of Cancer Research & Hospital (NICRH)


Mohakhali, Dhaka-1212

জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতালের (NICRH) হিস্টোপ্যাথলজি বিভাগ হলো টিস্যু প্যাথলজি এবং বিশেষ করে ক্যান্সার নির্ণয়ের একটি বিশেষায়িত ইউনিট। ১৯৮৯ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে এই বিভাগটি নির্ভুল রোগ নির্ণয়, ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, এবং বাংলাদেশের ক্যান্সার গবেষণা ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিভাগটি বায়োপসি, অপসারিত নমুনা এবং অস্ত্রোপচারের সময়ের পরামর্শমূলক বিশ্লেষণসহ বিশেষজ্ঞ নির্ণয় সেবা প্রদান করে, যা ক্যান্সার নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা ও রোগের পূর্বাভাস নির্ধারণে সহায়তা করে। দক্ষ প্যাথলজিস্টদের দলটি আন্তর্জাতিক মান বজায় রাখতে ক্রমাগত উদ্ভাবন, গুণগতমান নিয়ন্ত্রণ এবং একাডেমিক উৎকর্ষতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বিভাগটি ক্যান্সার নির্ণয় ও ব্যবস্থাপনার জন্য বিস্তৃত ও বিশেষায়িত সেবা প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে—
হিস্টোপ্যাথোলজি রিপোর্টিং – সকল প্রকার বায়োপসি ও অপসারিত টিস্যুর মূল্যায়ন।
ইমিউনোহিস্টোকেমিস্ট্রি (IHC)– ৪০টিরও বেশি মলিকিউলার মার্কারের পরীক্ষা (যেমনঃ ER, PR, HER2, Ki67, P53, CK7, CK20 ইত্যাদি)।
ফ্রোজেন সেকশন / অস্ত্রোপচারকালীন পরামর্শ – অস্ত্রোপচারের সময় দ্রুত নির্ণয়।
ইমপ্রিন্ট সাইটোলজি ও রিপোর্ট পর্যালোচনা – দ্বিতীয় মতামত ও নিশ্চিতকরণমূলক মূল্যায়ন।
কাজের ধাপ:
নমুনা গ্রহণ, লেবেলিং, গ্রসিং, প্রসেসিং, এমবেডিং, সেকশনিং, স্টেইনিং ও মাউন্টিং শেষে প্যাথোলজিস্টরা মাইক্রোস্কোপে বিশ্লেষণ করেন। প্রতিবেদন প্রস্তুত, যাচাই ও স্বাক্ষর করা হয় কঠোর মাননিয়ন্ত্রণের অধীনে।
সুবিধা ও যন্ত্রপাতি:
* Automated IHC Stainer (DAKO-OMNIS)
* Cryostat Microtome (Frozen Section Machine)
* Automated Tissue Processor and Tissue Strainer
* Multihead Microscope
* Embedding Center, DAIHAN Scientific Incubator ও Oven
বার্ষিক কার্যক্রম (জানুয়ারি–ডিসেম্বর ২০২৪):
* হিস্টোপ্যাথোলজি কেস: ৪,৯২০
* ইমিউনোহিস্টোকেমিস্ট্রি: ৭৪১
* ফ্রোজেন সেকশন: ১৮৯
* রিভিউ কেস: ২২৩
* একাডেমিক সাইটোপ্যাথোলজি: ৬

মিশন 
হিস্টোপ্যাথলজি বিভাগের মূল মিশন হলো আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে টিস্যু ও সেলুলার স্তরে রোগ নির্ণয়, বিশেষ করে ক্যান্সার ও জেনেটিক রোগসমূহের সঠিক সনাক্তকরণ নিশ্চিত করা।
এই বিভাগ ক্লিনিক্যাল সার্ভিস, গবেষণা ও শিক্ষা—এই তিন ক্ষেত্রেই উৎকর্ষ সাধনে কাজ করে, যেখানে প্রচলিত প্যাথলজিক্যাল টেকনিকের পাশাপাশি মলিকুলার টেস্টিং, জেনেটিক অ্যানালাইসিস, এবং নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিং (NGS) ব্যবহৃত হয
অবজেক্টিভ
১. সঠিক ও নির্ভরযোগ্য রোগ নির্ণয়:
উন্নত হিস্টোপ্যাথলজিক্যাল ও মলিকুলার টেকনিক ব্যবহার করে ক্যান্সারসহ বিভিন্ন টিস্যুজনিত রোগের সঠিক নির্ণয় প্রদান।
২. মলিকুলার টেস্টিং ও জেনেটিক অ্যানালাইসিস উন্নয়ন:
টিস্যু স্যাম্পল থেকে জেনেটিক মিউটেশন, জিন এক্সপ্রেশন প্যাটার্ন এবং বায়োমলিকুলার মার্কার শনাক্তের মাধ্যমে নির্ণয় ও চিকিৎসার গাইডলাইন তৈরি করা।
৩. ফ্লুরোসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন (FISH) টেস্টের প্রসার:
নির্দিষ্ট ক্রোমোজোমাল এবনরমালিটি বা জিন রি-অ্যারেঞ্জমেন্ট শনাক্তের মাধ্যমে ক্যান্সার ও জেনেটিক রোগসমূহের ডায়াগনস্টিক সক্ষমতা বৃদ্ধি করা।
৪. PCR-ভিত্তিক পরীক্ষা (Polymerase Chain Reaction):
দ্রুত ও সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট জিন সেগমেন্ট শনাক্ত করে রোগ নির্ণয়ে সহায়তা প্রদান।
৫. নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিং (NGS) এর প্রয়োগ:
ক্যান্সার ও অন্যান্য জেনেটিক রোগে জিনের মিউটেশন ও ভ্যারিয়েশন শনাক্তের জন্য উচ্চ-ক্ষমতাসম্পন্ন সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করা।
৬. রোগী-কেন্দ্রিক ক্লিনিক্যাল সার্ভিস ও গবেষণা:
চিকিৎসকদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে নির্ণয়ের মান উন্নত করা এবং রোগ নিরাময়ের নতুন পথ উন্মোচন করা।
৭. শিক্ষা ও প্রশিক্ষণ:
শিক্ষার্থী, রেসিডেন্ট ও গবেষকদের জন্য আধুনিক প্যাথলজি ও মলিকুলার বায়োলজিতে প্রশিক্ষণ প্রদান।

বিভাগটি BUET ও University of Chicago-এর মতো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে আণবিক অনকোলজি, জিনোমিকস ও AI-ভিত্তিক নির্ণয় নিয়ে গবেষণায় সক্রিয়ভাবে জড়িত।
চলমান গবেষণা প্রকল্প (২০২৩–২০২৪):

1. স্তন ক্যান্সার সনাক্তকরণের জন্য AI অ্যালগরিদম – BUET-এর সহযোগিতায়।
2. টিউমার ব্যবস্থাপনায় সেল-ফ্রি DNA – University of Chicago-এর সহযোগিতায়।
3. অভ্যন্তরীণ ইমিউনোলজি বিভাগের সাথে যৌথভাবে ডিম্বাশয় ক্যান্সারে KRAS mRNA এক্সপ্রেশন।
4. স্তন ক্যান্সারে DNA মিথাইলেশন ও গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমায় মাইক্রোস্যাটেলাইট ইনস্ট্যাবিলিটি গবেষণা।
5. BRCA1, BRCA2, PIK3CA, p53, ও MMR প্রোটিন মিউটেশন বিশ্লেষণ – পূর্বাভাসমূলক ও নির্ণয়মূলক প্রয়োগের জন্য।

সাম্প্রতিক প্রকাশনা:
বাংলাদেশের একটি তৃতীয় স্তরের ক্যান্সার হাসপাতালে আগত ডিম্বাশয় ক্যান্সার রোগীদের মধ্যে BRCA1 ও BRCA2 mRNA এক্সপ্রেশন* (Journal of Cancer Science and Clinical Therapeutics, ২০২৫)।
অর্জন ও স্বীকৃতি:

“Histoscope: AI-Assisted Classification of Breast Cancer” – ১৯তম SAARC Federation of Oncologists Congress (২০২৪) ও Royal College of Pathologists, London (২০২৪)-এ প্রথম পুরস্কার অর্জন।
জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে একাধিক পুরস্কার প্রাপ্তি গবেষণা পোস্টার ও কেস রিপোর্ট উপস্থাপনের জন্য।
ফেব্রুয়ারি ২০২৩-এ Automated IHC Stainer (DAKO-OMNIS) উদ্বোধন প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

হিস্টোপ্যাথোলজি বিভাগ নির্ভুল ক্যান্সার নির্ণয়, গবেষণা ও শিক্ষায় পথপ্রদর্শক হিসেবে এগিয়ে চলেছে, যেখানে ঐতিহ্যবাহী প্যাথোলজির দক্ষতা আধুনিক আণবিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে একীভূত হয়ে বাংলাদেশে ক্যান্সার মোকাবিলায় নতুন দিগন্ত উন্মোচন করছে।

বিভাগীয় প্রধান: ডা. ফরিদা আরজুমান
পদবী: সহযোগী অধ্যাপক 

যোগাযোগ (ইমেইল ও ফোন):
ইমেইল: drarju35cmc@gmail.com
ফোন: এক্সটেনশন–৩০১

অফিসের অবস্থান:
রুম নং ৩০১, ২য় তলা, ব্লক–বি
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
টিবি গেট রোড, মহাখালী, ঢাকা, বাংলাদেশ

কর্মঘণ্টা: সকাল ৮:০০টা – দুপুর ২:৩০টা পর্যন্ত।

Our Faculty

NICRH