প্রতিষ্ঠানটির গ্রন্থাগারটি প্রশাসনিক ভবনের দক্ষিণ ব্লক (ব্লক বি)-এর চতুর্থ তলায় অবস্থিত। প্রায় ৩,০০০ বর্গফুট আয়তনের এই গ্রন্থাগারে একসঙ্গে প্রায় ১০০ জন শিক্ষার্থী বসার সুবিধা রয়েছে। পুরো গ্রন্থাগারটি শীতাতপ নিয়ন্ত্রিত, যা পাঠকদের জন্য আরামদায়ক ও মনোযোগী পরিবেশ তৈরি করে। এখানে মোট ৩০১৪টি বই এবং ৪০টি সাময়িকী (জার্নাল) সংরক্ষিত রয়েছে, যা শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের নানা বিষয়ের পাঠ ও গবেষণায় সহায়তা করে। গ্রন্থাগারটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে, যাতে ব্যবহারকারীরা পর্যাপ্ত সময় ধরে এর সুবিধা নিতে পারেন। গ্রন্থাগারে সার্কুলেশন ও রেফারেন্স সেবার পাশাপাশি আধুনিক সুবিধা হিসেবে কম্পিউটারাইজড বই ধার দেওয়ার ব্যবস্থা (হোম ইস্যু) এবং তথ্যসেবা প্রদান করা হয়, যা গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।