গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

National Institute of Cancer Research & Hospital (NICRH)


Mohakhali, Dhaka-1212

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

National Institute of Cancer Research & Hospital (NICRH)


Mohakhali, Dhaka-1212

সংক্ষিপ্ত বিবরণ:
শারীরিক চিকিৎসা ও পুনর্বাসন বিভাগ (Department of Physical Medicine and Rehabilitation) ক্যান্সার রোগীদের জন্য উচ্চমানের ও সর্বাঙ্গীণ পুনর্বাসন সেবা প্রদান করে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিভাগের লক্ষ্য হলো ব্যথা উপশম, অক্ষমতা হ্রাস, শারীরিক কার্যক্ষমতা পুনরুদ্ধার, এবং রোগীদের সামগ্রিক জীবনমান উন্নত করা। এটি অন্যান্য ক্লিনিক্যাল বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে কাজ করে।

ইতিহাস ও প্রতিষ্ঠা:
প্রতিষ্ঠালগ্ন থেকেই এই বিভাগটি ক্লিনিক্যাল সেবা, একাডেমিক প্রশিক্ষণ এবং আন্তঃবিভাগীয় সহযোগিতায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। দক্ষ টিমের ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এটি এখন ক্যান্সার পুনর্বাসনের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ফিজিয়াট্রিক কেয়ার সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বহির্বিভাগীয় সেবা:
বিভাগটি প্রতি কার্যদিবসে (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগ (ওপিডি) সেবা প্রদান করে। অধিকাংশ রোগী অন্যান্য বহির্বিভাগ (ওপিডি) থেকে রেফার হয়ে আসে। এদের মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা হলো হাত বা পায়ের ফোলা, যা সাধারণত স্তন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, বা সার্ভিকাল ক্যান্সারের জটিলতার ফলে সৃষ্ট লিম্ফেডিমা জনিত কারণে হয়ে থাকে। “ট্রিজমাস” (চোয়াল লক হয়ে যাওয়া) আরেকটি প্রায়ই দেখা যায় এমন সমস্যা। এছাড়াও অনেক রোগী বিভিন্ন ধরনের পেশি-হাড়-সন্ধির সমস্যা ও ক্যান্সার বা এর চিকিৎসাজনিত জটিলতা নিয়ে আসেন, যেমন অস্ত্রোপচারের পর কাঁধে ব্যথা (Post-surgical Shoulder Pain Syndrome), অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস (ফ্রোজেন শোল্ডার), সফট টিস্যু রিউমাটিজম, বিভিন্ন ফাইব্রোটিক অবস্থা, ঘাড়, পিঠ, কোমর ও হাঁটুর ক্ষয়জনিত সমস্যা, সেপটিক আর্থ্রাইটিস, র‍্যাডিকুলোপ্যাথি, মায়েলোপ্যাথি ও প্লেক্সোপ্যাথি, পারিফেরাল নিউরোপ্যাথি (যেমন কার্পাল টানেল সিন্ড্রোম), ক্রেনিয়াল নার্ভ পলসি (বিশেষ করে ফেসিয়াল নার্ভ পলসি) ইত্যাদি।

অন্তর্বিভাগীয় সেবা:
প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ইনডোর (ভর্তি) রোগী এই বিভাগে পরামর্শের জন্য রেফার হয়। চিকিৎসকরা সংশ্লিষ্ট ওয়ার্ডে গিয়ে রোগীকে পরিদর্শন করেন, চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করেন এবং বেডসাইড পুনর্বাসন সেবা প্রদান করেন। প্রয়োজনে রোগীকে বিভাগে এনে ফিজিয়াট্রিস্ট, ফিজিওথেরাপিস্ট ও পুনর্বাসন নার্সদের সহায়তায় সেবা প্রদান করা হয়।

বিশেষায়িত সুবিধা ও প্রযুক্তি:
এই বিভাগে নিম্নলিখিত আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করা হয়—

  • মাইক্রোওয়েভ ডায়াথার্মি (MWD)

  • শর্টওয়েভ ডায়াথার্মি (SWD)

  • আল্ট্রাসাউন্ড থেরাপি (UST)

  • ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিকাল নার্ভ স্টিমুলেশন (TENS)

  • ইনফ্রারেড রে (IRR) মেশিন

  • ট্র্যাকশন ইকুইপমেন্ট

  • স্টেশনারি বাইসাইকেল

  • প্যারালেল বার

  • এক্সারসাইজ হুইল

  • প্রেসোথেরাপি (ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশন) মেশিন — যা লিম্ফেডিমা ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়।

ভিশন ও মিশন:
রোগীকেন্দ্রিক, প্রমাণভিত্তিক ক্যান্সার পুনর্বাসন সেবা প্রদান করা, যা আন্তঃবিভাগীয় সহযোগিতা ও উদ্ভাবনের মাধ্যমে সম্পন্ন হবে। এই বিভাগটি কার্যক্ষম স্বনির্ভরতা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন, এবং প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে ক্যান্সার পুনর্বাসনে সক্ষমতা বৃদ্ধিতে সচেষ্ট।

বিভাগের সকল সদস্য প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন গবেষণা ও একাডেমিক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত। বিভাগের ফিজিয়াট্রিস্টগণ জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য সাময়িকীতে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন, যা পুনর্বাসন চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ডা. প্রশান্ত কুমার চক্রবর্তী, সহযোগী অধ্যাপক — তাঁর মোট প্রকাশনার সংখ্যা ১৬টি। সাম্প্রতিক গবেষণার মধ্যে রয়েছে “The Association of Night Splint to NSAID + ADL Instruction in Improving Pain and Functional Performance: An Observational Study” এবং “Effect of Pelvic Traction in the Management of PLID Patient: A Randomized Controlled Trial।”
উদ্ধৃতি:

  • Dilir Jamal, Mohammod Habibur Rahman, Moinuddin Hossain Khan, Ripon Kumar Saha, Prasanta Kumar Chakraborty. The Association of Night Splint to NSAID + ADL Instruction in Improving Pain and Functional Performance: An Observational Study. SAS J Surg, 2023 Mar; 9(3): 190–193. DOI:10.36347/sasjs.2023.v09i03.011

  • Ripon Kumer Saha, Sohely Rahman, Prasanta Kumar Chakraborty, Moinuddin Hossain Khan, Aparajeya Bivab Bikash Baral, S.M. Mazharul Islam, Jahidul Islam. Effect of Pelvic Traction in the Management of PLID Patient: A Randomized Controlled Trial. The Planet, 2021; 5(1): 40–51.

ডা. মো. ইহসানুল আলম, মেডিকেল অফিসার — তাঁর মোট প্রকাশনার সংখ্যা ৫টি। সাম্প্রতিক গবেষণার মধ্যে রয়েছে “Age, Gender and Side Distribution of Adhesive Capsulitis of Shoulder among Diabetic Patients” এবং “Trend of Mode of Delivery in a Rural Government Primary Health Care Facility of Bangladesh।”
উদ্ধৃতি:

  • Sharif R, Alam S, Islam MA, Alam ME, Raihan MG. Age, Gender and Side Distribution of Adhesive Capsulitis of Shoulder among Diabetic Patients. East Med Coll J, 2024 Jul; 9(2): 73–76.

  • Alam ME, Das KP, Saha M. Trend of Mode of Delivery in a Rural Government Primary Health Care Facility of Bangladesh. J Khulna Med Coll, 2024 Apr; 3(1): 3–7.

বর্তমানে বিভাগে ক্যান্সার পুনর্বাসন সম্পর্কিত বিভিন্ন গবেষণা প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লিম্ফেডিমা ম্যানেজমেন্ট, মাসকুলোস্কেলেটাল জটিলতা, এবং ফাইব্রোটিক সিন্ড্রোম সংক্রান্ত গবেষণা। এছাড়াও, বিভাগটি ঢাকা মেডিকেল কলেজ (DMC), বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (BMU) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) এর সঙ্গে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে — অন্যান্য বিভাগের MD Phase-B রেসিডেন্টদের রোটেশনাল ট্রেনিং, IHT থেকে আগত ইন্টার্ন ফিজিওথেরাপিস্টদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ, এবং সাপ্তাহিক CME সেশন-এ সক্রিয় অংশগ্রহণ। পাশাপাশি, BMU, DMC ও BCPS থেকে আগত রেসিডেন্ট ও ফেলোদের জন্য থিসিস ও ডিসার্টেশন ভিত্তিক প্রশিক্ষণ আয়োজন করা হয়।

বিভাগটি সারা বছর জুড়ে প্রাণবন্ত ও বৈচিত্র্যময় একাডেমিক কার্যক্রম পরিচালনা করে। সাপ্তাহিক CME সেশনে নিয়মিতভাবে অংশগ্রহণ করা হয়, যেখানে বিভিন্ন বিভাগের রেসিডেন্টরা অংশ নিয়ে ক্যান্সারজনিত মাসকুলোস্কেলেটাল ও নিউরোলজিক্যাল জটিলতার পুনর্বাসন ব্যবস্থাপনা সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করে। ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধানে হাতে-কলমে ক্লিনিক্যাল অভিজ্ঞতা অর্জন করে। এছাড়াও, বিভাগের শিক্ষক ও কর্মীদের ক্রমাগত পেশাগত উন্নয়নের জন্য পাক্ষিক একাডেমিক উপস্থাপনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তদুপরি, DMC, BMU এবং BCPS থেকে আগত পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীদের থিসিস ও ডিসার্টেশন গবেষণা কার্যক্রম এই বিভাগে সম্পাদিত হয়, বিশেষ করে লিম্ফেডিমা পুনর্বাসন ও ক্যান্সার-সম্পর্কিত কার্যকর পুনরুদ্ধার বিষয়ক গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


বিভাগীয় প্রধান (HOD): ডা. প্রশান্ত কুমার চক্রবর্তী
পদবী: সহযোগী অধ্যাপক
যোগাযোগ : pkcborty@gmail.com
অফিসের অবস্থান: ডি-ব্লক, দ্বিতীয় তলা
কর্মঘণ্টা: শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত

Our Faculty

NICRH