গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

National Institute of Cancer Research & Hospital (NICRH)


Mohakhali, Dhaka-1212

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

National Institute of Cancer Research & Hospital (NICRH)


Mohakhali, Dhaka-1212

সংক্ষিপ্ত বিবরণ:
অত্র হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগটি ২০১২ সালে কার্যক্রম শুরু করে। যেহেতু ক্যান্সার রোগীরা রোগ প্রক্রিয়া ও চিকিৎসা পদ্ধতির কারণে ইমিউনো-কমপ্রোমাইজড অবস্থায় থাকে, তাই তারা ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস দ্বারা বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এই বিভাগের প্রধান ভূমিকা হলো কালচার ও সেনসিটিভিটি টেস্টের মাধ্যমে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া শনাক্ত করা। বর্তমানে ভাইরাস ও ফাঙ্গাস কালচারের সুবিধা এখানে নেই। এই বিভাগটি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট (AMR) জীবাণু শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও, এই বিভাগ কর্তৃক হাসপাতালটিতে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (IPC) প্রোগ্রাম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠার ইতিহাস:
NICRH-এ মৌলিক বিজ্ঞানসমূহের সব বিভাগ ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে মাইক্রোবায়োলজি বিভাগটি ধীরে ধীরে তার লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এখানে BSL ক্যাবিনেট-II, স্বয়ংক্রিয় ব্লাড কালচার এবং বিভিন্ন রেজিস্ট্যান্ট অর্গানিজম শনাক্তকরণের ব্যবস্থা চালু রয়েছে। ESBL শনাক্তকরণ এই বিভাগের অন্যতম বড় অর্জন। ল্যাবরেটরি কার্যক্রম ছাড়াও এই বিভাগে বিভিন্ন IHT-এর শিক্ষার্থীদের জন্য ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কার্যক্রম সম্পর্কিত ইন্টার্নশিপ প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাদের গবেষণা কার্যক্রমের জন্য এই ল্যাবরেটরিতে কাজ করেন।

ক্লিনিক্যাল সেবা:
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (NICRH) মাইক্রোবায়োলজি বিভাগ ক্যান্সার রোগীদের সংক্রমণ নির্ণয় ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগীদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকায় তারা সহজেই সুযোগসন্ধানী জীবাণুর সংক্রমণে আক্রান্ত হন। এই বিভাগ ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ শনাক্ত করতে কালচার ও সংবেদনশীলতা (culture and sensitivity) পরীক্ষা পরিচালনা করে, যা চিকিৎসকদের উপযুক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি নির্ধারণে সহায়তা করে। এছাড়া বিভাগটি অ্যান্টিমাইক্রোবিয়াল-প্রতিরোধী (AMR) জীবাণু যেমন ESBL উৎপাদনকারী ব্যাকটেরিয়া ও VRE শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা হাসপাতাল পরিবেশে বিশেষভাবে উদ্বেগজনক। সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (IPC) কার্যক্রমে বিভাগের সক্রিয় অংশগ্রহণ হাসপাতাল-সংশ্লিষ্ট সংক্রমণ (HAI) দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণে সহায়তা করে। এসব সেবার মাধ্যমে মাইক্রোবায়োলজি বিভাগ রোগীসেবা উন্নত করে, চিকিৎসার ফলাফল ভালো করে এবং হাসপাতাল জুড়ে যুক্তিসঙ্গত অ্যান্টিবায়োটিক ব্যবহারে সহায়তা করে।

বিশেষায়িত সুবিধা ও প্রযুক্তি:
NICRH-এর মাইক্রোবায়োলজি বিভাগে আধুনিক ল্যাবরেটরি সুবিধা ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, যা নির্ভুল ও নির্ভরযোগ্য ফলাফল নিশ্চিত করে। প্যাথোজেনিক নমুনা নিরাপদে ব্যবহারের জন্য এখানে Biosafety Level (BSL) Class II ক্যাবিনেট রয়েছে, যা কর্মীদের ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে। স্বয়ংক্রিয় ব্লাড কালচার সিস্টেমের মাধ্যমে রক্তে সংক্রমণ দ্রুত ও সঠিকভাবে শনাক্ত করা হয়, যা সংকটাপন্ন ক্যান্সার রোগীদের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগটি Extended-Spectrum Beta-Lactamase (ESBL) এবং অন্যান্য প্রতিরোধী জীবাণু শনাক্তকরণে সফলতা অর্জন করেছে, যা হাসপাতালের AMR নজরদারি কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। এছাড়া এই বিভাগ প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে—Institute of Health Technology (IHT) এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ প্রদান করছে, যা চিকিৎসা মাইক্রোবায়োলজি বিষয়ে দক্ষ জনবল তৈরি করতে সহায়তা করছে।

ভিশন:
ক্যান্সার রোগীদের সংক্রমণ প্রতিরোধ, নির্ণয় ও ব্যবস্থাপনায় উৎকর্ষ অর্জনের মাধ্যমে একটি আধুনিক, নিরাপদ ও বিজ্ঞানভিত্তিক মাইক্রোবায়োলজি বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ (AMR) নিয়ন্ত্রণে, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে (IPC) এবং হাসপাতাল-সংশ্লিষ্ট সংক্রমণ (HAI) মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।

মিশন:
a) অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR):
অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধী জীবাণু শনাক্তকরণ, ডেটা সংগ্রহ, এন্ট্রি ও বিশ্লেষণ।
ESBL উৎপাদনকারী জীবাণু ও VRE শনাক্ত ও নিশ্চিতকরণ।
হাসপাতালের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ সংক্রান্ত তথ্যভান্ডার শক্তিশালী করা।
b) সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (IPC):
ইনস্টিটিউটের IPC কমিটিকে আরও শক্তিশালী করা ও এর কার্যক্রম সম্প্রসারণ।
ইনস্টিটিউটের সব বিভাগ ও সেক্টরের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
c) অ্যান্টিমাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপ প্রোগ্রাম:
যুক্তিসঙ্গত অ্যান্টিবায়োটিক ব্যবহারের জন্য একটি কার্যকর অ্যান্টিমাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপ প্রোগ্রাম প্রতিষ্ঠা করা।
d) নজরদারি ও উদীয়মান জীবাণু (Surveillance and Emerging Pathogens):
হাসপাতাল-সংশ্লিষ্ট সংক্রমণ (HAI) ও উদীয়মান/পুনরায় উদীয়মান জীবাণুর উপর নজরদারি জোরদার করা।
এসব জীবাণুর সময়মতো শনাক্তকরণ ও প্রতিরোধ নিশ্চিত করা।

৬. গবেষণা ও একাডেমিক কার্যক্রম
ক) এই বিভাগটি সদা নতুন উদীয়মান জীবাণু ও তাদের সংবেদনশীলতার ধরন নির্ধারণে নিয়োজিত থাকে।
খ) ESBL শনাক্তকরণ।
গ) অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR)-এর জন্য দায়ী জিন শনাক্তকরণের কাজ অতি শীঘ্রই শুরু হবে।
ঘ) কোভিড-১৯ সময়কালে বিভিন্ন সংক্রমণ, তাদের কারণী জীবাণু ও সংবেদনশীলতার ধরণ সংক্রান্ত তথ্য এই ইনস্টিটিউটের জার্নালে প্রকাশিত হয়েছে।
ঙ) মেডিকেল টেকনোলজির বিভিন্ন ইনস্টিটিউটের ডিপ্লোমা ও বি.এসসি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রশিক্ষণ এই পরীক্ষাগারে নির্ধারিত সময়ের জন্য নিয়মিতভাবে চলমান।
চ) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিভাগে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।
ছ) চলমান গবেষণা: AMR জীবাণু শনাক্তকরণের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়েছে এবং পরবর্তীতে PCR-এর মাধ্যমে দায়ী জিন শনাক্তকরণের মূল্যায়ন করা হবে।

· বিভাগীয় প্রধান: ডা. সায়মা ইয়াসিন

· পদবি: সহযোগী অধ্যাপক

· যোগাযোগ (ইমেইল ও ফোন): Saima.easin@gmail.com; ০১৭১৪-৩২৩২১৬

· অফিসের অবস্থান: ব্লক-ডি, ৩য় তলা, কক্ষ নম্বর-৪৩৮, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

· কর্মঘণ্টা: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত

Our Faculty

NICRH