সংক্ষিপ্ত বিবরণ:
ল্যাবরেটরি মেডিসিন হলো চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষ শাখা, যা রক্ত, মূত্র, মল, পেরিটোনিয়াল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, অ্যাসাইটিক ফ্লুইড এবং অন্যান্য শরীরের তরল পদার্থ বিশ্লেষণের মাধ্যমে রোগ নির্ণয়ে কাজ করে। এই বিশ্লেষণে মূলত রসায়ন (Chemistry) ও রক্তবিজ্ঞান (Hematology)-এর পদ্ধতি ব্যবহৃত হয়।
এই বিভাগটি প্রাপ্তবয়স্ক ও শিশু ক্যান্সার রোগীদের জন্য দৈনন্দিন রুটিন পরীক্ষা এবং কিছু বিশেষ পরীক্ষার দায়িত্ব পালন করে।
ক্লিনিক্যাল কার্যক্রম: ল্যাবরেটরি প্রক্রিয়া
(ক) হেমাটোলজিক্যাল (রক্তসংক্রান্ত) পরীক্ষা।
(খ) রক্তের নমুনার বায়োরাসায়নিক (বায়োকেমিক্যাল) পরীক্ষা।
(গ) মল ও প্রস্রাবের (ভৌত, রাসায়নিক ও অণুবীক্ষণিক) পরীক্ষা।
মিশন
সঠিক, সময়োপযোগী এবং উচ্চমানের ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেবা প্রদান করা যা ক্যান্সার শনাক্তকরণ, চিকিৎসা পর্যবেক্ষণ এবং গবেষণার ভিত্তি হিসেবে কাজ করবে; নির্ভরযোগ্য ডেটার মাধ্যমে বহুবিভাগীয় অনকোলজি কেয়ারকে সহায়তা করা; এবং শিক্ষা, প্রশিক্ষণ ও ল্যাবরেটরি মেডিসিনে উদ্ভাবনের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অবদান রাখা।
উদ্দেশ্যসমূহ
সঠিক নির্ণয় প্রদান: ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সহায়তার জন্য সময়মতো এবং নির্ভুল ল্যাবরেটরি পরীক্ষা সম্পন্ন করা।
গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করা: কঠোর মান নিয়ন্ত্রণ, ক্যালিব্রেশন এবং বায়োসেফটি মানদণ্ড বজায় রাখা।
ক্লিনিক্যাল টিমকে সহায়তা করা: অনকোলজি ও অন্যান্য বিভাগগুলোর সঙ্গে সমন্বিত রোগী সেবায় সহযোগিতা করা।
প্রশিক্ষণ ও শিক্ষার প্রচার: ল্যাবরেটরি টেকনোলজিস্টদের প্রশিক্ষণ প্রদান এবং পেশাগত উন্নয়নকে উৎসাহিত করা।
গবেষণা অগ্রগতি: ক্যান্সার গবেষণা ও ল্যাবরেটরি ডায়াগনস্টিক উদ্ভাবনে অংশগ্রহণ করা।
ডেটা ও সিস্টেম উন্নয়ন: সঠিক তথ্য ব্যবস্থাপনা ও প্রতিবেদন প্রদানের জন্য ডিজিটাল সিস্টেম ব্যবহার করা।
সেবার পরিধি বৃদ্ধি: ক্যান্সার নির্ণয় সেবার জন্য জাতীয় নেটওয়ার্ককে শক্তিশালী করা।
একাডেমিক কার্যক্রম:
১. কেন্দ্রীয় মেডিকেল শিক্ষায় নিয়মিত সক্রিয় অংশগ্রহণ।
২. বিভিন্ন ইনস্টিটিউট থেকে আগত টেকনোলজিস্টদের (ডিপ্লোমা, বি.এসসি) নিয়মিত ক্লাস নেওয়া।
৩. প্রশিক্ষণ শেষে পরীক্ষার আয়োজন ও সার্টিফিকেট প্রদান।
৪. এনআইসিআরএইচ (NICRH) এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ।
বিভাগীয় প্রধান (HOD): ড. এস এম মাসুদ আলম
• পদবি: সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
• ই-মেইল: smmalam70@gmail.com
• অফিসের অবস্থান: ব্লক-বি, ৩য় তলা, কক্ষ নং-৩১৮
• কর্মঘণ্টা: সকাল ৮:০০টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত