গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

National Institute of Cancer Research & Hospital (NICRH)


Mohakhali, Dhaka-1212

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

National Institute of Cancer Research & Hospital (NICRH)


Mohakhali, Dhaka-1212

ইমারজেন্সি অনকোলজি বিভাগ ক্যান্সার রোগীদের জরুরি জটিলতায় তাৎক্ষণিক ও বিশেষায়িত সেবা প্রদান করে। আমাদের দক্ষ দল সার্বক্ষণিকভাবে সহানুভূতি ও যত্নের সাথে চিকিৎসা প্রদান করে, যাতে রোগীর নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত হয়।

প্রদত্ত ক্লিনিক্যাল সেবাসমূহঃ
ক. পুরুষ ওয়ার্ড – মোট বেড – ৬
খ. মহিলা ওয়ার্ড – মোট বেড – ৬
গ. বায়োপসি ওটি –

সেবাসমূহঃ
জরুরি রোগীদের পর্যবেক্ষণ, যেমনঃ
শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন (O₂) সরবরাহ*
ব্যথা ব্যবস্থাপনা
তরল (ফ্লুইড) সরবরাহ
রক্ত সঞ্চালন
কাউন্সেলিং

বায়োপসি ওটি ব্যবহৃত হয়ঃ
১. স্থানীয় অ্যানেসথেসিয়া (local anesthesia)-এর মাধ্যমে ক্যান্সার রোগীদের বায়োপসি নেওয়ার জন্য
২. অন্যান্য বহির্বিভাগ (OPD) কার্যক্রমের জন্য

মিশন
সহানুভূতি, নিরাপত্তা ও চিকিৎসাগত দক্ষতার মাধ্যমে ক্যান্সার রোগীদের দ্রুত ও বিশেষায়িত জরুরি সেবা প্রদান করা।
উদ্দেশ্য
১. ক্যান্সারজনিত জরুরি পরিস্থিতির দ্রুত নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করা।
২. সংকটাপন্ন রোগীদের জন্য সার্বক্ষণিক বহুবিভাগীয় সহায়তা প্রদান।
৩. মর্যাদা ও সহানুভূতির ভিত্তিতে রোগীকেন্দ্রিক সেবা বজায় রাখা।

বিভাগীয় প্রধান (HOD): ডা. ডালিয়া নাসরিন

পদবি: সহকারী অধ্যাপক

অফিসের অবস্থান: হাসপাতাল ভবন (ব্লক-সি) নিচতলা, জরুরী বিভাগ

কাজের সময়:শিফট ভিত্তিক ডিউটি / ২৪ ঘণ্টা (সকাল, বিকেল ও রাত)


Our Faculty

NICRH